http://shoppingkori.com

কী-ওয়ার্ড রিসার্চের সহায়ক টুলস!

যারা এস.ই.ও সেক্টরে যারা কাজ করছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এস.ই.ও এর ক্ষেত্রে কী-ওয়ার্ড রিসার্চের গুরুত্ব। তবে আমি জাস্ট একটি কথাই বলতে চাই আপনি যদি ঠিক মত কী-ওয়ার্ড রিসার্চ করতে না পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে পৌছাতে অনেক কষ্ট করতে হবে তবে আপনি যদি আপনার কী-ওয়ার্ড সঠিক ভাবে রিসার্চ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষে সহজেই পৌছাতে পারবেন।

যারা কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে একেবারেই নতুন তাদের জন্য কিভাবে সঠিক ভাবে কী-ওয়ার্ড কিভাবে করতে হবে তা নিয়ে বিস্তারিত আকারে একটি টিউন করবো । আজকের টিউনটি যাদের কী-ওয়ার্ড রিসার্চ সম্পর্কে ধারনা আছে শুধু তাদের জন্যই আর আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কি নিয়ে লিখবো হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি কী-ওয়ার্ড রিসার্চের জন্য সেরা ১০টি ফ্রী কী-ওয়ার্ড রিসার্চ টুল শেয়ার করবো।

১) Google Adwords Tool :

গুগল অ্যাডওয়ার্ডস টুল সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয়না। কারন এটি সম্পর্কে সবাই জানেন এবং প্রত্যেক ওয়েব মাস্টারের পছন্দের টুল হল এটি।

2) SEM Rush :

গুগল অ্যাডওয়ার্ডস টুল এর পর SEM Sush কেই আমরা সাজেস্ট করবো। এটি আপনার কী-ওয়ার্ড রিলেটেড সার্চ সাজেস্ট করে।

৩) Spyfu :

Spyfu হল ওয়েব মাষ্টারদের পছন্দের অন্যতম একটি টুল । এই টুল দিয়ে আপনি দুই ভাবে আপনার কী-ওয়ার্ড সার্চ করতে পারবেন ।এটি আপনাকে হাই রেঙ্ক কী-ওয়ার্ড দেখানোর পাশাপাশি ওয়েব সাইট সম্পর্কিত সকল তথ্যও আপনাকে সাজেস্ট করে।

৪) Woorank Website Review টুল :

Woorank Website Review টুলের মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরদের কী-ওয়ার্ড, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ পাবেন।

৫) Keyword Spy :

Keyword Spy ওয়েব মাষ্টারদের জন্য অনেক কাজের একটি টুল।

Keyword Spy আপনাকে কী-ওয়ার্ড সার্চ করার পর রেজাল্টের পাশাপাশি আপনার সিলেক্ত করা কী-ওয়ার্ড এর কম্পিটিটরদের সাজেস্ট করে । Keyword Spy আপনাকে Adwords, Yahoo এবং Bing থেকে ডাটা কালেক্ট কর শো করে।

৬) Keyword Discovery :

Keyword Discovery তে আপনি আপনার কী-ওয়ার্ড সার্চ করার পর কী-ওয়ার্ড রিলেটেড ১০০টি কী-ওয়ার্ড সাজেস্ট করবে। এই টুলটি আপনাকে ১০০টি সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ট করে দিবে।

৭) Google Trends :

Google Trends অন্যতম একটি হ্যান্ডি টুল ।

এই টুল দ্বারা আপনি আপনার কী-ওয়ার্ড এর দিন , সপ্তাহ এবং মাসিক হিসাবে বিবরন পাবেন।

৮) Word Stream Keyword টুল :

Word Stream Keyword টুল দ্বারা আপনি আপনার সার্চ করা কী-ওয়ার্ড এর সার্চ ভলিওম, ফ্রিকেয়ন্সি এবং আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে।

৯) SEO Quake :

SEO Quake মজিলা ফায়ারফক্সের একটি টুলবার।

এটি দিয়ে আপনি আপনার কী-ওয়ার্ড প্রতিযোগীদের সাইটের বয়স, পেইজ র‍্যাঙ্ক, ব্যাকলিঙ্ক সহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।

১০) Soovle :

Soovle সুন্দর, ফ্রী এবং খুব দ্রুততর একটি সাইট ।

এই সাইট আপনাকে সকল সার্চ ইঞ্জিন থেকে ডাটা কালেক্ট করে দিবে।

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology