কেন এই শিরোনাম?
এই লেখাটি পড়তে এসে অনেকেই বলবেন কেন এই শিরোনাম?আসলে এই শিরোনামের একটা মো'জেযা আছে।
বর্ণনাঃ
জাতি হিসেবে আমরা খুবই ধূর্ত এবং চতুর।তবে আমাদের মাথায় শিয়াল পণ্ডিতের বুদ্ধি নেই আছে পচা গোবরের স্তুপ।আর তাই পদে পদে আমরা লাঞ্চিত আর বঞ্চিত।কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী।আমাদের স্বভাবটা এখন নামতে নামতে সর্ববনিন্মে নেমে গেছে।মুরুব্বিরা বলেন নারীদের নাকি একবার কিছু হারালে আর হারানোর কিছু থাকেনা।তাই একবার কোন নারী খারাপ হলে তাকে আর ভালো বানানো যায়না(এটা পড়ে আবার নারীরা দা,খুন্তি নিয়ে তেড়ে আসবেন না)।নারীরা আমাদের মা,বোন তাদের বলছি কেন?জানিনা তবে বলছি।
জাতি হিসেবে আমরা এর চেয়ে অনেক বেশি খারাপ।আমাদের যোগ্যতা আছে,সম্ভাবনাও আছে।কিন্তু নেই আমাদের ধৈর্য।
কোন একটা সম্ভাবনার খাতকে আমরা খুব দ্রুতই নষ্ট করে ফেলি শুধু মাত্র অর্থের লোভে।
আর এভাবেই আমরা বার বার পরাজিত হই।
বর্তমানে সম্ভাবনার একটা বড় সেক্টর এর নাম আউটসোর্সিং।এই সেক্টরে আমাদের অবদান অসমান্য।বর্তমানে এই সেক্টরে বাংলাদেশের গ্লোবাল র্যাঙ্ক ৩ এ।২দিন আগেই ফ্রীল্যান্সার কম এর একটা বড় প্রতিযোগিতায় আমরা বিশ্বকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম।কিন্তু এই সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে শুরু হল ক্লিক করে আয় করার নামে ভন্ডামি।এই ভন্ডামির তালে পড়ে অনেকেই অসহায় হয়েছেন।যার মূলে ছিল অর্থলোভ।"লোভে পাপ আর পাপে মরণ" এই শাশ্বত বানী আমরা সবাই জানি কিন্তু মানিনা।আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সরকার অশিক্ষিত,মূর্খ আর এনালগ সরকার।মুখে ডিজিটাল এর ফেনা তুললেও ডিজিটাল এর 'ড' জ্ঞান ও কারো নেই।নিজে না জানলে অন্যের কাছে ধারে পাওয়া জ্ঞান দিয়ে কেউ ডিজিটাল হতে পারেনা।সরকার এর এনালগ ভাবনা আর মূর্খতার সুযোগেই এসব সম্ভাবনাময় ক্ষেত্র গুলোকে কলুষিত করতে ধৃষ্টতা দেখায় কিছু অসাধু মানব নামি দানব।আউটসোর্সিং খাতকে কলুষিত করতে এমএলএর পোশাক পরে কিছু অসাধু প্রতিষ্ঠান ক্লিক করাকে আউটসোর্সিং বলে প্রচারণা চালাতে শুরু করে।সরকারের নীরবতার সুযোগে এদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।আর এদের হাতে প্রতারিত হয় লক্ষ লক্ষ বোকা বাঙ্গালী।
ওডেস্ক এ কিছু অশিক্ষিত বাঙ্গালঃ
এখন যেসব বিলাসী বাঙ্গাল ক্লিক এর ভন্ডামিতে পড়ে ফতুর হয়েছেন তারা এই সেক্টরে এসে ছোট ছোট কিছু কোর্স করে ঢুকে পড়ে ওডেস্ক এ।জ্ঞান এর স্বল্পতা আর অদূরদর্শিতা এবং ধৈর্যহীন লোভী এই পাবলিক গুলো যখন বিট করে করে হয়রান তখন কিনারা না পেয়ে শুরু করে নামমাত্র মূল্যে পাবলিক ওয়ার্ক।যেখানে একটা কাজে অন্য ফ্রীল্যান্সাররা বিট করে ঘন্টায় ২ ডলার সেখানে এই ক্লিক মারা পাবলিক গুলা বিট করে ১০ সেন্ট এ।সঙ্গত কারণেই কিছু কাজ তারা পেয়েও যায়।কিন্তু পরিশ্রম বিমুখ এই বিলাসী ক্লিক মারা পাবলিক গুলো শেষপর্যন্ত পরাজিত হয়।কাজ শেষ করতে না পারা এবং ভুল করা সহ সময়মত কাজ জমা দিতে না পারা সহ নানাবিধ সমস্যায় অবশেষে হেরে যায় তারা।এতে করে ওই বিদেশি বায়ারের কাছে সে নিজে নয় পরাজিত হয় একটা জাতি,কলঙ্কিত হয় একটা জাতি,আর কলুষিত হই আমরা সব ফ্রীল্যান্সার।
সারমর্মঃ
যে কাজ এর যে রেট সে কাজ এর বিট কেবল সেই রেট এই করা উচিৎ।এত কম এ বিট করবেন না যাতে করে আপনার মূর্খতার দায়ে একজন অভিজ্ঞ ফ্রীল্যান্সার প্রশ্নের সন্মুখিন হয়।ভালভাবে কাজ শিখে কাজ করুন কাজ আপনি অবশ্যই পাবেন।আরামপ্রিয় হলে আপনার জন্য ফ্রীল্যান্সিং নয়।কেবল চুরিই হতে পারে আপনার একমাত্র পেশা।পরিশ্রমী আর বুদ্ধিমান হউন কাজ এর অভাব আপনার হবেনা।ভালোভাবে জেনে এই প্রফেশনে আসুন।পড়া লেখা করুন।আর যোগ্যতা অর্জন করুন
আপনি কাজ খুজবেন না কাজ নিজেই আপনাকে খুঁজবে।বিশ্বাস রাখুন,ধৈর্য ধরুন আর লোভ সংবরণ করুন আপনার জয় অবশ্যম্ভাবী।গ্যারান্টেড!!!
Learn SEO & Earn Money
এই লেখাটি পড়তে এসে অনেকেই বলবেন কেন এই শিরোনাম?আসলে এই শিরোনামের একটা মো'জেযা আছে।
বর্ণনাঃ
জাতি হিসেবে আমরা খুবই ধূর্ত এবং চতুর।তবে আমাদের মাথায় শিয়াল পণ্ডিতের বুদ্ধি নেই আছে পচা গোবরের স্তুপ।আর তাই পদে পদে আমরা লাঞ্চিত আর বঞ্চিত।কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী।আমাদের স্বভাবটা এখন নামতে নামতে সর্ববনিন্মে নেমে গেছে।মুরুব্বিরা বলেন নারীদের নাকি একবার কিছু হারালে আর হারানোর কিছু থাকেনা।তাই একবার কোন নারী খারাপ হলে তাকে আর ভালো বানানো যায়না(এটা পড়ে আবার নারীরা দা,খুন্তি নিয়ে তেড়ে আসবেন না)।নারীরা আমাদের মা,বোন তাদের বলছি কেন?জানিনা তবে বলছি।
জাতি হিসেবে আমরা এর চেয়ে অনেক বেশি খারাপ।আমাদের যোগ্যতা আছে,সম্ভাবনাও আছে।কিন্তু নেই আমাদের ধৈর্য।
কোন একটা সম্ভাবনার খাতকে আমরা খুব দ্রুতই নষ্ট করে ফেলি শুধু মাত্র অর্থের লোভে।
আর এভাবেই আমরা বার বার পরাজিত হই।
বর্তমানে সম্ভাবনার একটা বড় সেক্টর এর নাম আউটসোর্সিং।এই সেক্টরে আমাদের অবদান অসমান্য।বর্তমানে এই সেক্টরে বাংলাদেশের গ্লোবাল র্যাঙ্ক ৩ এ।২দিন আগেই ফ্রীল্যান্সার কম এর একটা বড় প্রতিযোগিতায় আমরা বিশ্বকে হারিয়ে চ্যাম্পিয়ন হলাম।কিন্তু এই সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতে শুরু হল ক্লিক করে আয় করার নামে ভন্ডামি।এই ভন্ডামির তালে পড়ে অনেকেই অসহায় হয়েছেন।যার মূলে ছিল অর্থলোভ।"লোভে পাপ আর পাপে মরণ" এই শাশ্বত বানী আমরা সবাই জানি কিন্তু মানিনা।আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সরকার অশিক্ষিত,মূর্খ আর এনালগ সরকার।মুখে ডিজিটাল এর ফেনা তুললেও ডিজিটাল এর 'ড' জ্ঞান ও কারো নেই।নিজে না জানলে অন্যের কাছে ধারে পাওয়া জ্ঞান দিয়ে কেউ ডিজিটাল হতে পারেনা।সরকার এর এনালগ ভাবনা আর মূর্খতার সুযোগেই এসব সম্ভাবনাময় ক্ষেত্র গুলোকে কলুষিত করতে ধৃষ্টতা দেখায় কিছু অসাধু মানব নামি দানব।আউটসোর্সিং খাতকে কলুষিত করতে এমএলএর পোশাক পরে কিছু অসাধু প্রতিষ্ঠান ক্লিক করাকে আউটসোর্সিং বলে প্রচারণা চালাতে শুরু করে।সরকারের নীরবতার সুযোগে এদের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে।আর এদের হাতে প্রতারিত হয় লক্ষ লক্ষ বোকা বাঙ্গালী।
ওডেস্ক এ কিছু অশিক্ষিত বাঙ্গালঃ
এখন যেসব বিলাসী বাঙ্গাল ক্লিক এর ভন্ডামিতে পড়ে ফতুর হয়েছেন তারা এই সেক্টরে এসে ছোট ছোট কিছু কোর্স করে ঢুকে পড়ে ওডেস্ক এ।জ্ঞান এর স্বল্পতা আর অদূরদর্শিতা এবং ধৈর্যহীন লোভী এই পাবলিক গুলো যখন বিট করে করে হয়রান তখন কিনারা না পেয়ে শুরু করে নামমাত্র মূল্যে পাবলিক ওয়ার্ক।যেখানে একটা কাজে অন্য ফ্রীল্যান্সাররা বিট করে ঘন্টায় ২ ডলার সেখানে এই ক্লিক মারা পাবলিক গুলা বিট করে ১০ সেন্ট এ।সঙ্গত কারণেই কিছু কাজ তারা পেয়েও যায়।কিন্তু পরিশ্রম বিমুখ এই বিলাসী ক্লিক মারা পাবলিক গুলো শেষপর্যন্ত পরাজিত হয়।কাজ শেষ করতে না পারা এবং ভুল করা সহ সময়মত কাজ জমা দিতে না পারা সহ নানাবিধ সমস্যায় অবশেষে হেরে যায় তারা।এতে করে ওই বিদেশি বায়ারের কাছে সে নিজে নয় পরাজিত হয় একটা জাতি,কলঙ্কিত হয় একটা জাতি,আর কলুষিত হই আমরা সব ফ্রীল্যান্সার।
সারমর্মঃ
যে কাজ এর যে রেট সে কাজ এর বিট কেবল সেই রেট এই করা উচিৎ।এত কম এ বিট করবেন না যাতে করে আপনার মূর্খতার দায়ে একজন অভিজ্ঞ ফ্রীল্যান্সার প্রশ্নের সন্মুখিন হয়।ভালভাবে কাজ শিখে কাজ করুন কাজ আপনি অবশ্যই পাবেন।আরামপ্রিয় হলে আপনার জন্য ফ্রীল্যান্সিং নয়।কেবল চুরিই হতে পারে আপনার একমাত্র পেশা।পরিশ্রমী আর বুদ্ধিমান হউন কাজ এর অভাব আপনার হবেনা।ভালোভাবে জেনে এই প্রফেশনে আসুন।পড়া লেখা করুন।আর যোগ্যতা অর্জন করুন
আপনি কাজ খুজবেন না কাজ নিজেই আপনাকে খুঁজবে।বিশ্বাস রাখুন,ধৈর্য ধরুন আর লোভ সংবরণ করুন আপনার জয় অবশ্যম্ভাবী।গ্যারান্টেড!!!
Learn SEO & Earn Money
+ comments + 9 comments
দারুণ পোস্ট গুরু...।জোস হইছে...।
রবিউল ইসলাম
বস এত সুনদর একটা পোস্ট দিলেন যে বলে বুজাতে পারবোনা...।+++++++++++দিলাম গুরু..।
হিমেল হাওয়া।
++++++++++++দিলাম।
তমাল
Nice Post.+++++++++++++++++++++++++++
মারহাবা মারহাবা।আচ্ছা পোস্ট হেরে ভাই......।।+++++++++++++ছারা কেম্নে জাই...।
খুব দরকারী পোস্ট।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আল আমিন
http://bangla-computertips.blogspot.com
হে হে প্রবাল দেস্খছি লিঙ্ক এর ধান্দা করছে...।।
জোস হইছে বস,দরকারী পোস্ট
Post a Comment
Put your comment here.