http://shoppingkori.com

এসইও

এসইও শিখে ফ্রীল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ুন ঘরে বসে রোজগার করুন।

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হল এক ধরনের মার্কেটিং পদ্ধতি। যার মাধ্যমে একটি ওয়েবসাইটকে কোটি কোটি ওয়েবসাইট থেকে তুলনামূলক বিচারে বেশি করে জনপ্রিয় করে তোলা এবং পাশাপাশি সার্চ ইঞ্জিনগুলোতে ওয়েবসাইটের তথ্য গুলোকে ছড়িয়ে দেয়া। এই কাজের মাধ্যমে এখন দেশ বিদেশের অনেকেই ভালো মানের অর্থ উপার্জন করছে। আমাদের দেশে ইদানিং অনেকেই আউটসোর্সিং তথা ফ্রিলায়েন্সিং নিয়ে কাজ করতে এগিয়ে আসছেন, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকেই আবার এই সেক্টর থেকে পিছিয়েও যাচ্ছেন। আসলে আউটসোর্সিং এ কাজ করার মাধ্যমে সত্যিকার অর্থেই যে সফল হওয়া যায় তার প্রকৃত উদাহরণ এখন আমাদের দেশেই অসংখ্য আছে । সুতরাং যে কেউ নিষ্ঠা আর সততার সাথে কাজ করার মানসিকতা থাকলে এই সেক্টরে সফল হতে পারে এ কথা এখন আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে আমাদের দেশে আউটসোর্সিং এ কাজ করার ক্ষেত্রে প্রধান যে প্রতিবন্ধকতা তা হল দক্ষতার অভাব। অনেক কাজ আছে কিন্তু সেই কাজ করার মত দক্ষ জনশক্তি নাই। তাই যে যত বেশি নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন আউটসোর্সিং এ তার তত বেশি সফলতার সম্ভাবনা রয়েছে। আউটসোর্সিং এ যে ধরনের কাজ হয় তার মধ্যে সার্চইঞ্জিন অপটিমাইজেশন(এসইও) অন্যতম। এই কাজ অন্যান্য কাজের তুলনায় সহজ এবং কাজ পাওয়ার সম্ভাবনাও থাকে বেশী। তাই এই সেক্টরে যে কেউ কাজ শিখতে বা কাজ করতে পারেন অনায়াসে। শুধুমাত্র কম্পিউটার চালানো এবং ইন্টারনেট ব্রাউজিং করার সাধারন যোগ্যতা থাকলেই এই কাজ শিখা এবং সফলতার সাথে কাজ করা যায়। বর্তমানে বাংলাদেশে যেসকল ফ্রীল্যান্সার রয়েছেন তাদের অর্ধেকেরও বেশি এসইও কাজ করে থাকেন। এবং অনেকেই এই কাজে নিজেদের গড়ে তুলছেন আগামী দিনে দক্ষ ফ্রীল্যান্সার হিসেবে । সুতরাং আপনি কেন বসে থাকবেন ? আজই এসইও শিখুন এবং একজন দক্ষ ফ্রীল্যান্সার হিসাবে নিজেকে গড়ে তুলুন।

বিস্তারিত জানতে ফোন করুন :+৮৮০১৬১১৭৮৫৩৬৩ এই নাম্বারে।

আমাদের সোশ্যাল নেটওয়ার্ক
 ১. ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/codesktechnology 
২. ফেসবুক পেজ: https://www.facebook.com/codesktechnology
 ৩. আমাদের টুইটার: https://www.twitter.com/codesktech
 ৪. আমাদের লিংকেডিন:http://bd.linkedin.com/pub/codesk-technology/65/645/223/

যা করা হবে না ============================
কাজ পাইয়ে দেওয়া হবে না কাজ দেওয়া হবে না।

 যা করা হবে।
 ============================ ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এ সন্তুষ্ট না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। ভাল পারফরম্যান্স দাতাদের আমাদের স্থায়ী সদস্য করে নেয়া হবে।
যোগাযোগ :01611785363.
আসন সংখ্যা সীমিত। আপনার আসনটি আগেভাগে বুকিং করে রাখুন। আপডেটেড থাকার জন্য আমাদের ফলো করবেন আশা করি।
 

দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology