http://shoppingkori.com

নিয়ে নিন Payoneer এর ফ্রী মাস্টারকার্ড সাথে ২৫ ডলার সম্পূর্ণ ফ্রী

Payoneer এর মাস্টারকার্ড এখন ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সবার কাছেই পরিচিত একটা নাম । নিজেদের সার্ভিসকে আরও জনপ্রিয় করতে Payoneer একটি আকর্ষণীয় অফার চালু করেছে । এই অফার এ আপনি Payoneer এর মাস্টারকার্ড এর জন্য আবেদন করলে সাথে পাবেন একটি মাস্টারকার্ড এবং  ২৫ ডলার সম্পূর্ণ ফ্রীতে। তাই দেরি না করে  এখনি রেজিস্ট্রেশন  করতে এখানে ক্লিক করুন

 রেজিস্ট্রেশনঃ- রেজিস্ট্রেশন  করার সময় আপনার সঠিক তথ্য দিন। এর জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার  অথবা পাসপোর্ট এর আইডি নম্বর প্রয়োজন হবে । যাদের কাছে Payoneer এর মাস্টারকার্ড আছে তারা এই অফার এর মাধ্যমে নিজের পরিচিতজনকে রেফার করে ২৫ ডলার করে পেয়ে যেতে পারেন ।


 Payoneer হল একটি WorldWide ফ্রী মাস্টারকার্ড প্রদান কারি প্রতিষ্ঠান। Payoneer এর Prepaid ডেবিট MasteCard এর মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে Payment Receive করতে পারবেন। আজকে দেখাব কিভাবে Payoneer এর মাধ্যমে Paypal Account Verify করা যায়। এবং Payoneer এর US Payment Service ব্যাবহার করে কিভাবে Paypal এর ডলার Payoneer এর মাস্টার কার্ড এ আনা যায়।
Payoneer এর মাধ্যমে আপনি যেসব সুবিধা পাবেনঃ
একটি Worldwide গ্রহণযোগ্য ফ্রী মাস্টারকার্ড পাবেন।
 আমেরিকার একটি Virtual ব্যাংক Account পাবেন।
 US Payment Service এর মাধ্যমে Paypal, Moneybookers, Google Addsence সহ বিভিন্ন কোম্পানি থেকে Payment গ্রহন করতে পারবেন।
 Payoneer এর Virtual US Bank Account দিয়ে Paypal Account Verify করতে পারবেন।
 Payoneer এর Master Card দিয়ে পৃথিবীর যেকোনো দেশের MASTERCARD Supported ATM Booth থেকে Dollar উত্তোলন করতে পারবেন।
 ১। প্রথমেই নিচের লিঙ্কে প্রবেশ করে Signup করে নিনঃ
 PAYONEER SIGNUP LINK (এইখান থেকে Signup করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী সাথে আমি নিজেও পাব ২৫ ডলার)

জ্ঞাতব্যঃ  আপনি প্রথম ১০০ ডলার লোড করার পরে ২৫ ডলার ফ্রী পাবেন। তাই কেউ শুধু ২৫ ডলার বোনাস এর আশায় হুদাই Payoneer Account খুলবেন না। আমি রেফারেল লিঙ্ক দিলাম  কারন হল  Payoneer এর Activation চার্জ হল ৩০ ডলার এর মত। তাই আপনি যদি Payoneer এর কার্ড ব্যাবহার করেন তাহলে এই ২৫ ডলার দিয়ে অন্তত Payoneer এর Activation চার্জ টা দিতে পারবেন। )

 ২। উপরের লিঙ্কে ক্লিক করার পরে SIGN UP এ ক্লিক করুন। তখন নিচের মত একটি পেজ পাবেন-
৩।এইখানে ৩ টা স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে।

 Card Holder Details
 Card account Information
 Registration Verification
৪।এখন Card Holder Details এর বাম পাশে ক্লিক করে সঠিকভাবে ঘর গুলো (আপনার এনআইডি অথবা পাসপোর্ট অনুযায়ী) পূরণ করুন।
নিচের ইমেইজ লক্ষ্য করুনঃ

৫।কার্ড যদি আপনার ঠিকানা ছাড়া অন্য কোন ঠিকানায় আনতে চান তাহলে উপরের ছবি অনুযায়ী নিচের দিকের চেক বক্স এ টিক দিন।নিচের মত একটি চিত্র পাবেন।

চিত্র অনুযায়ী পূরণ করুন।
৬।এখন Card Account Information এর বামপাশে ক্লিক করে নিচের চিত্র অনুযায়ী তথ্য দিন।
৭।এবার Registration Verification এর বাম পাশে ক্লিক করে নিচের চিত্র অনুযায়ী তথ্য দিন।
লক্ষ্য করুন
 এখানে

 National ID card
 Passport
 Driving License 

উপরের ৩ টা অপশন থেকে যে কোন একটা সিলেক্ট করুন


৮।সব কিছু সঠিকভাবে ফিলআপ হলে এবার ফিনিশ এ ক্লিক করুন।
ব্যাস আপনার পাইয়োনিয়ার মাস্টার কার্ড এর রেজিশট্রেশন সম্পন্ন হল।
৯।আপনার ইমেইল চেক করুন।যদি ফটো আইডি স্ক্যানিং করে পাঠাতে বলে তবে পাঠিয়ে দিন।

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

+ comments + 3 comments

September 3, 2017 at 4:51 AM

ভাই দ্বিতিয় স্টেপ যাচ্ছে না সাইন আপ করার সময়,
আর এড্রেস লাইন টা কিভাবে তৈরি করবো

October 23, 2018 at 11:35 AM

ফ্রি Payoneer মাস্টারকার্ড দেয় জানি, ২৫ ডলার পেতে হলে ১০০ ডলারের বেশী লেনদেন করতে হয়। সেটা করা তো সম্ভব না।

Post a Comment

Put your comment here.


দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology