সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে(এসইও) ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য ‘কোডেস্ক টেকনোলজি ইনস্টিটিউট’ আয়োজন করেছে অ্যাডভান্স সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ| সূত্র এ তথ্য জানিয়েছে।
সব মিলিয়ে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণে পেশাদার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বিষয়গুলো সরাসরি শেখানো হবে। এ প্রশিক্ষণ শেষে ওডেস্ক এবং ইল্যান্স ছাড়াও অন্য সব অনলাইন মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
এ ছাড়া আরও বিস্তারিত তথ্য (www.codesktechnology.com) এ সাইটে পাওয়া যাবে। অংশগ্রহণে নিবন্ধন করতে হবে। হ্যালা: ০১৬১১ ৭৮৫৩৬৩।
সুত্রঃ
http://www.banglanews24.com/detailsnews.php?nssl=19ff42635e8982ca7dce34d3668d50a4&nttl=20120620044659120635Post Comment
আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর।
বর্তমানে আমি একজন উদ্যোক্তা।
Add as a friend to Facebook।
প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।
জনপ্রিয় কয়েকটি পোস্ট
-
বিজ্ঞানের কল্যাণে এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়।প্রযুক্তি আমাদের নিয়ে গেছে দূর থেকে বহুদূর।যার কিছু কিছু আমাদের কখনো কখনো অবিশ্বাস্য লাগে ...
-
কেন আসবেন আমাদের কাছে? ১)'আমাদের রয়েছে একটি শক্তিশালী ডিভেলপার টীম।যারা সর্বসাকুল্যে প্রায় ২০০ ওয়েবসাইট এর প্রজেক্ট ইতোমধ্যে সম্পূর্ণ...
-
মাস্টার কার্ড এর সাথে ২৫ ডলার - কিভাব পাবে / কত কাটবে আরো অনেক প্রশ্ন পাচ্ছি। এটা আসলে সহজ। কত কাটবে ১০০ ডলার থেকেঃ কাটবে না। আপনি তো ...
-
কেন এই শিরোনাম? এই লেখাটি পড়তে এসে অনেকেই বলবেন কেন এই শিরোনাম?আসলে এই শিরোনামের একটা মো'জেযা আছে। বর্ণনাঃ জাতি হিসেবে আমরা খুবই ধূর...
-
এবার একটা অনেক সুন্দর সফটওয়্যার এর খব জানাতে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার salaat time। এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক...
-
একটি সুবিশাল লম্বা পথে যাত্রা করতে যাচ্ছি আমরা।শুরু হচ্ছে নতুন একটি যুদ্ধ।এ যুদ্ধে আমরা চাই আপনাকেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে আমাদের পাশে। পব...
-
Payoneer এর মাস্টারকার্ড এখন ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সবার কাছেই পরিচিত একটা নাম । নিজেদের সার্ভিসকে আরও জনপ্রিয় করতে Payoneer একটি ...
-
Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Face...
-
সিপিএ নেটওয়ার্ক এর মাধ্যমে আয়ের উপর আমাদের একটি কোর্স চালু আছে।আপনি যদি এই কোর্স এ পার্টিসিপেইট করতে চান তাহলে নাম নিবন্ধনের জন্য কল করু...
-
সার্চ ইঞ্জিন প্রশিক্ষণ নিয়ে প্রথম আলো ব্লগ এ এর আগের লেখাটা পড়ে ঢাকার বাইরে এবং দেশের বাইরে থেকে অনেকেই প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।স...
+ comments + 20 comments
ভাইয়া আমি আপনার কাছে এসইও টা শিখতে চাই।আপনাকে ২দিন কল দিয়েছিলাম ধরেন নি।দয়া করে একটু জানাবেন প্লিজ।আমি আপনার সাথে দেখা করতে চাই।
apnar namta emon aslo keno vai?
নামতো ঠিক ভাবেই এসেছে।আপনি কিভাবে দেখছেন সেটা জানালে ভালো হয়।আমিও ঠিকই দেস্খছি।
রায়হান সা'দাত।
কোর্সটা শুরু করলাম।
Amio korci sunamganj a theke.
babu
ভাবছি আমিও কোর্সটা করব।কিন্তু উনাকেতো ফোন করে পাচ্ছিনা।
জসিম উদ্দিন
আমরাতো পাচ্ছি না পাবেন কেন?এটলিস্ট উনি ব্যাস্ত থাকেলেও পরে আমাদের রিপ্লাই দিচ্ছেন সো আমাদের অসুবিধা হয়না।
বুলবুল আহ্মেদ
bulbul vai nam banane vul korcen
কৈ কি ভুল করলাম।নামতো ঠিকই আছে ভাই@তাপোস।
বুলবুল আহমেদ
tahole ami vul dekhesi vai sorry@bulbul vai.
tapos
SEO Detail
nice post.thanks for sharing with us.
Ononna Srabon
বাপরে এত্ত কমেন্ট?
আন্নেরা বেকে বালানি?নোয়াখাইল্যা কেও থাকলে আওয়াজ দিয়েনগো।।
বুড়া লোকেরা এসব ব্লগ এ আসবেন না।এখানে অনেক ছুড়কি ছাড়কি আছেন
সেই ভয়েইতো আমিও আসিনা।
ভাই ভ্যান না লিখে ঠেলা গাড়ি লিখতে পারতেন।@ছুড়কি ভ্যান
আমিও কোর্সটা শুরু করলাম................
শিবলি ভাই আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করুন।আমিও আগ্রহী কিন্তু ভাইয়া খুব কড়া মেজাজী।আপনার ও তাই মনে হয়?
আমার কিন্তু সেটা মনে হয়না আর যদি আপনার কথা ঠিক হয়েও থাকে তবে আমি বলব উনি আপনার জন্য পারফেক্ট কারণ রাগী মানুষ খুব আন্তরিক হয়
Post a Comment
Put your comment here.