http://shoppingkori.com

দেখে নিন ফেজবুকের কোন কোন ফ্রেন্ড আপনাকে আনফ্রেন্ড বা ডিলিট করলো?

ফেসবুকে একটা ফিচারের আমরা অনেকেই হয়ত জানি না, সেটা হচ্ছে বন্ধু তালিকার ভেতরে কে কে আপনাকে মুছে দিলো তাদের একটা তালিকা জানার ব্যাবস্থা।আপ্নার বন্ধু তালিকা যদি  অনেক বড় হলে এই ফিচার আপনার জন্য খুবই জরুরী। তবে ফেসবুক যখন নিজে এই ফিচার আমাদের দিচ্ছে না তখন চলুন নিজেরাই ব্যবস্থা করি এরকম একটি সুবিধার।

ফেসবুক বা বিভিন্ন সাইটে আপনার নিজের মত সুবিধা যুক্ত করে নেয়ার আপনাকে ব্যবহার করতে হবে 'ইউজার স্ক্রিপ্ট'। এই স্ক্রিপ্ট চাইলে আপনি নিজে লিখে নিতে পারেন বা অনলাইন থেকে খুঁজে নিতে পারেন। এরজন্য প্রথমে আপনাকে gracemonkey নামের একটা প্লাগইন সেটাপ করে নিতে হবে। ধাপগুলো লক্ষ করুন-

১) মজিলা ফায়ারফক্সের gracemonkey এডঅনসTi  ডাউনলোড করে নিন, - এখান থেকে
২) Greasemonkey সেটাপ শেষ হলে ব্রাউজার রিস্টার্ট দিয়ে Greasemonkey এনাবল আছে কিনা নিশ্চিত হয়ে নিন।




৩) এবার Unfriend Finder নামের ইউজারস্ক্রিপ্টটি সেটাপ করে নিন - এখান থেকে

ফেসবুক খুলে দেখুন উপরে ডানদিকে এবং বামদিকে নিচের ছবির মত Unfriends অপশন যুক্ত হয়ে গিয়েছে।


এটি একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্ট যা মূল সাইটের কোন পরিব্তন না করে শুধুমাত্র ব্যবহারকারীদের কাছে ঐ সাইটকে পরিবর্তন করে দেয়। অনেক মজার মজার সব ইউজারস্ক্রিপ্ট পাওয়া যায় অনলাইনে যেগুলো ব্যবহার করে গোটা ফেসবুক সহ আরো অনেক সাইটের চেহারা বদলে দিতে ও বিভিন্ন সুবিধা যুক্ত করে নিতে পারবেন

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

Post a Comment

Put your comment here.


দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology