http://shoppingkori.com

উইন্ডোজের অতি প্রয়োজনীয় কিছু সমস্যা ও সমাধানঃ আপনার ও প্রয়োজন হতে পারে

আমরা অধিকাংশ কম্পিউটার ব্যাবহারকারীরা উইন্ডোজের জেনুইন ভার্সন ব্যবহার করতে পারি না আর তাই উইন্ডোজ আপডেট ও দিতে অপ্রস্তুত থাকি। তাই কম্পিউটার এর  উইন্ডোজ আপডেট অপশনটি ডিজেবল করে রাখি। (নিচের চিত্রের মত করেঃ)
 আপডেট দিতে পারি সে কথা নিয়ে ও আরও কিছু কথা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটি ছোট কোড লিখে আমরা আমাদের উইন্ডোজকে আপডেট এর জন্য উপযোগী করে তুলতে পারি। প্রথমে নিচের কোডটি কপি করে নোটপ্যাড এ পেষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
“CurrentBuild”=”1.511.1 () (Obsolete data – do not use)”
“ProductId”=”55274-640-7450093-23464″
“DigitalProductId”=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
“LicenseInfo”=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
“OOBETimer”=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,fd
তারপর এটাকে সেভ করুন। ফাইল এর নাম দিন Genuine windows এবং পাশে .reg লিখে সেভ করুন। তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। কাজ শেষ। এখন আপনিও পারবেন উইন্ডোজ আপডেট দিতে কোনো প্রকার জামেলা ছাড়াই। যেমন আমি দিয়েছি। আমার Screen কালো হয়ে যায়নি। এমন কি আমি Security Update পর্যন্ত দিয়েছি। কোনো সমস্যা হয়নি।(নিচের চিত্রে দেখুন)

এখন আসি নতুন কথায়। ধরুন আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করেন আপনার সিকিউরিটির জন্য কিন্তু সেই পাসওয়ার্ড ভাঙ্গা কি খুব কঠিন কাজ? না। মোটেই না। কারন কি জানেন? আপনার যদি ল্যাপটপ হয় তাহলে পাসওয়ার্ড ভাংতে যে কারু কষ্ট হবে কারন ল্যাপটপ এ কম্পিউটার রিস্টার্ট করার জন্য আলাদা কোনো রিস্টার্ট বাটন নেই। কিন্তু ডেস্কটপ হলে ই সিকিউরিটি একজন দক্ষ কম্পিউটার ব্যাবহার কারী হিসেবে খুব সহজে ভেঙ্গে ফেলতে পারেন। কিভাবে?কম্পিউটার অন করার সময় পাসওয়ার্ড চাইলে রিস্টার্ট বাটন চেপে পুনরায় অন করুন। এখন কম্পিউটার Start  হওয়ার সময় কয়েকটা অপশন দেখা যায় তার মধ্যে “ Start with Command Prompt” একটি। স্টার্ট করুন কমান্ড প্রম্পট এর মাধ্যমে।
এখন এতে লিখুন : net user ‘username’ *
যদি আপনার কম্পিটার এর Username KOMOL হয় তবে লিখবেন net user komol *
তারপর দুইবার Enter চাপুন। এতে উইন্ডোজ এর পাসওয়ার্ড নাই হয়ে গেল।
নিচের চিত্রের মতঃ
তারমানে আপনার পিসির পাসওয়ার্ড ভাংতে হলে অবশ্যই ইউজার নেইম জানা থাকতে হবে। তাই লগ অন এর সময় ইউজার নেইম দেখে উপরে প্রদত্ত পদ্ধতিতে আপনার পাসওয়ার্ড ভাঙ্গা সম্ভব। তাই পিসির সুরক্ষা বৃদ্ধির জন্য এমন কোন ব্যবস্থা নেই কি যাতে আপনাকে কম্পিউটারে লগ অন করার সময় ইউজারনেম আর পাসওয়ার্ড উভয় দিয়েই লগ অন করা লাগবে? আছে।
নিচের কোড টি কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000001
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=dword:00000000
তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন।
তরপর Switch To user এ গিয়ে দেখুন লগ অন অপশনটি নিচের ছবির মত দেখাচ্ছে।(আমার কাছে ভাল কেমেরা নেই তাই ছবি টা ভাল হয়নি…তাই দুঃখিত)
 
 
এর ফলে আপনার কম্পিউটার আরু বেশী সুরক্ষিত হবে। আপনি যদি মনে করেন এই জিনিসটা জামেলা তাহলে পুরুনু সেটিংসে ফিরে যেতে চাইলে নিচের কোড টা কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=-
আরো একটা সমস্যা হয় যেটা সেটা হল উইন্ডোজ শাটডাউন হতে অনেক সময় লাগে। বিভিন্ন পেইজ খোলা থাকলে “Force shutdown” করতে বলে। এতে বিরক্ত লাগলে নিচের কোড টা কপি করে  নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
“WaitToKillServiceTimeout”=”2000″
আজ এতটুকুই। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।
 
 

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

Post a Comment

Put your comment here.


দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology