
আমাদের
মাঝে অনেকেই সি ড্রাইভের স্পেস নিয়ে চিন্তিত থাকুন আবার অনেকে সি
ড্রাইভের স্পেস কম বলে উইন্ডোজ সেভেন সেটাপ দিতে পারতেছেন না অথবা সি
ড্রাইভের স্পেস লো দেখাচ্ছে।ব্যাপারটা আমি একটা উদাহরন দিয়ে ক্লিয়ার
করছি।আমি যখন উইন্ডোজ সেটাপ দিলাম তখন আমার এক ফ্রেন্ড এসে বলল সেও উইন্ডোজ
৭ সেটাপ দিবে কিন্তু সমস্যা হচ্ছে তার C ড্রাইভ বা সিস্টেম ড্রাইভ হচ্ছে
মাত্ত ৭ গিগা।কিন্তু উইস্ডোজ সেভেন সেটাপ দিতে মিনিমাম ১০-১৫ গিগা লাগে +
বিভিন্ন সফটওয়্যার ইন্সটলশন স্পেসতো আছেন ।আমি উইন্ডোজ ৭+ সফটওয়্যার
সেটাপ দেবার পর জায়গা লেগেছে ১৫ গিগা যদিও আমার c ড্রাইভ ২৫ গিগা।এখন আমার
ফ্রেন্ডের c ড্রাইভের স্পেস বাড়ানোর জন্য আমি একটা সলিউশন
খুজতেছিলাম।পুরো হার্ডডিস্ক ফরমেট করে করা যায় কিন্তু এটা কি সম্ভ??অনেক
ধরনের পার্টিশন ম্যানাজার আছে যেগুলোর ফ্রি ভার্সনে c ড্রাইভের পার্টিশন
বাড়ানো যায়না কিন্তু পেইড ভার্সনে বাড়ানো যায়।
আজকে একটা সাইটে দেখলাম EASEUS Partition Master Professional Edition 5.0.1 Full version
ফ্রীতে
ডাউনলোড করার সুযোগ দিচ্ছে।এইসব সুযোগ খুবই কম দেয়া হয়।সফটওয়্যারের
জনপ্রিয়তা বাড়াতে সাধারনত মাঝেমাঝে এই্সব সুযোগ দেয়া হয়।
অনেক বকবক করে ফেলেছি এবার চলুন আসল কাজে মনোযোগ দেই।একনজরে দেখে নেই এই সফটওয়্যারটি দিয়ে কি কি করা যায়।
খুব সহজে C ড্রাইভের স্পেস বাড়াতে বা কমাতে পারবেন।
যেকোন ড্রাইভের সাইজ ছোট / বড় করতে পারবেন
নতুন পার্টিশন তৈরী করতে পারবেন।
পার্টীশন ফরমেট করার পর অথবা ডিলিট করার পর ডাটা রিকভারি করতে পারবেন।
নতুন উইন্ডোজ ইন্সটল ছাড়াই ব্যাকআপ এবং কপি করতে পারবেন সমস্ত ডাটা।

এছাড়া একটা প্রফেশনাল পার্টিশন ম্যানাজারে যত ধরনের ফিচার আছে সবগুলোই এতে পাবেন।
আমার মনে হয় আপনার এতক্ষনে বুঝে গেছেন এই সফটওয়্যারটা কত কাজের একটা সফটওয়্যার ।
এখন কথা হচ্ছে কি করে আপনি সি ড্রাইভ বা অন্য যেকোন ড্রাইভের স্পেস বাড়াবেন???
প্রথমে
কম্পিউটারের সব এ্যাকটিভ সফটওয়্যার বন্ধ করুন এবার EASEUS Partition
Master চালু করুন ।এবার যেকোন ড্রাইভ কে রিসাইজ করে আপনার প্রয়োজনমত
স্পেস তৈরী করুন ফাকা স্পেস টি Unallocated space হিসেবে দেথা যাবে।এবার
নিচের চিত্তে দেখানো মত unallocated space এর আগের ড্রাইভটির উপরে মাউসটি
রেখে ডানদিকে ড্রাগ করুন তাহলে Unallocated স্পেসটি বামদিকে সরে আসবে
এভাবে সি ড্রাইভের পরেই Unallocated স্পেস টি নিয়ে আসুন।
এবার সি ড্রাইভ এর resize এ যান তারপর মাউসটি ডানদিকে ড্রাগ করুন তাহলে দেখবেন স্পেস বেড়ে গেছে।
আরেকটা জরুরি কথা আপনার ফাইল সিস্টেম যদি এনটিএফএস থাকে তাহলে রিস্টার্ট লাগবেনা আর যদি ফেট হিসেবে থাকে তাহলে রিস্টার্ট লাগবে
পূর্বে প্রকাশ
Post Comment
আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর।
বর্তমানে আমি একজন উদ্যোক্তা।
Add as a friend to Facebook।
প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।
জনপ্রিয় কয়েকটি পোস্ট
-
বিজ্ঞানের কল্যাণে এখন গোটা পৃথিবীটাই হাতের মুঠোয়।প্রযুক্তি আমাদের নিয়ে গেছে দূর থেকে বহুদূর।যার কিছু কিছু আমাদের কখনো কখনো অবিশ্বাস্য লাগে ...
-
কেন আসবেন আমাদের কাছে? ১)'আমাদের রয়েছে একটি শক্তিশালী ডিভেলপার টীম।যারা সর্বসাকুল্যে প্রায় ২০০ ওয়েবসাইট এর প্রজেক্ট ইতোমধ্যে সম্পূর্ণ...
-
মাস্টার কার্ড এর সাথে ২৫ ডলার - কিভাব পাবে / কত কাটবে আরো অনেক প্রশ্ন পাচ্ছি। এটা আসলে সহজ। কত কাটবে ১০০ ডলার থেকেঃ কাটবে না। আপনি তো ...
-
কেন এই শিরোনাম? এই লেখাটি পড়তে এসে অনেকেই বলবেন কেন এই শিরোনাম?আসলে এই শিরোনামের একটা মো'জেযা আছে। বর্ণনাঃ জাতি হিসেবে আমরা খুবই ধূর...
-
এবার একটা অনেক সুন্দর সফটওয়্যার এর খব জানাতে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার salaat time। এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক...
-
একটি সুবিশাল লম্বা পথে যাত্রা করতে যাচ্ছি আমরা।শুরু হচ্ছে নতুন একটি যুদ্ধ।এ যুদ্ধে আমরা চাই আপনাকেও অত্যন্ত সাহসিকতার সঙ্গে আমাদের পাশে। পব...
-
Payoneer এর মাস্টারকার্ড এখন ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সবার কাছেই পরিচিত একটা নাম । নিজেদের সার্ভিসকে আরও জনপ্রিয় করতে Payoneer একটি ...
-
Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Face...
-
সিপিএ নেটওয়ার্ক এর মাধ্যমে আয়ের উপর আমাদের একটি কোর্স চালু আছে।আপনি যদি এই কোর্স এ পার্টিসিপেইট করতে চান তাহলে নাম নিবন্ধনের জন্য কল করু...
-
সার্চ ইঞ্জিন প্রশিক্ষণ নিয়ে প্রথম আলো ব্লগ এ এর আগের লেখাটা পড়ে ঢাকার বাইরে এবং দেশের বাইরে থেকে অনেকেই প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।স...
Post a Comment
Put your comment here.