http://shoppingkori.com

মাস্টার কার্ড এর সাথে ২৫ ডলার - কিভাব পাবে / কত কাটবে আরো অনেক প্রশ্ন পাচ্ছি। এটা আসলে সহজ।



মাস্টার কার্ড এর সাথে ২৫ ডলার - কিভাব পাবে / কত কাটবে আরো অনেক প্রশ্ন পাচ্ছি। এটা আসলে সহজ।

কত কাটবে ১০০ ডলার থেকেঃ
কাটবে না। আপনি তো ওডেস্ক থেকে টাকা টা কার্ড এ এনেছেন। কাটবে কেনো। টাকা যদি আগে উইথড্র না দিয়ে থাকেন, আগে ডক ফাইল টি পড়েন।
২৫ ডলার কখন পাবো?
যখন আপনি কার্ড এ ১০০ ডলার জমা/ আনতে পারবেন।

আপনার মাস্টার কার্ড এর জন্য এপ্লাই করুন নিচের লিঙ্ক থেকে।
লিঙ্কঃ
-----------------------------------------
GOOD NEWS!!
মাস্টার কার্ড এবং সাথে নিন ২৫ ডলার।
কিভাবে?
যারা পেওনিয়ার মাস্টার কার্ড আনতে চান - এপ্লাই করুন উপরের লিঙ্ক থেকে।

মাস্টার কার্ড এর সাথে আপনি পেতে যাচ্ছেন ২৫ ডলার। :)
*You will received 25$ reward when you reached $100.

-------------------------------------------------------------------------------
পেওনিয়ার এর ধারাবাহিক লিখাটির ৪র্থ পর্ব ছাপা হয়েছে কম্পিউটার বার্তা - Feb.,2013 issue তে।
------------------------------------------------------------------------------
অনেকে কার্ড এপ্লাই করে কার্ড পাচ্ছেন না মর্মে পোস্টিং দিচ্ছেন। এর কারন গুলো হল -

১ - আপনি এড্রেস ভুল দিয়েছেন।
২- এড্রেস ঠিক আছে - কিন্তু ডাক বিভাগের কল্যাণে কার্ড মিসিং। অনেকেই এটা পেওনিয়ার এর দোষ মনে করে থাকেন অথচ বাংলাদেশের ডাক বিভাগ এর কথা আমরা সবাই জানি। (যদি সাধারন ডাক এ কার্ড আনিয়ে থাকেন, সাধারণত যা ২৫-৩৫ দিন লাগে)
৩ - আপনার কার্ড এ টাকা নেই। আপনি এপ্লাই করে মনে করেছেন কার্ড পাবেন - কিন্তু কার্ড পাঠানো ই হয় নি। ( কার্ড পাঠানো হলে আপনি ইমেইল পাবেন এ ব্যাপারে)

নতুন অবস্থায় দেখা জাচ্ছে DHL এর ৬০ ডলার খরচ অনেক বেশি মনে হওয়ায় এভাবে কেউ আনাতে চান না। যদিও এই মাদ্ধমে নিশ্চিত ভাবে কার্ড পাওয়া যায় - (এপ্প্রুভ হবার পর)।

তাই দীর্ঘদিন অপেক্ষায় থেকে তারপর ও যখন কার্ড আসে না - তখন সাভাবিক ভাবে ই এটা মানসিক একটা চাপ তৈরি করে। তাই পরামর্শ হল - যদিও ৬০ ডলার - কিন্তু এভাবে আনাটাই সবচে উত্তম। ৩-৫ দিনের ভেতর নিশিচত ভাবে আপনি পাচ্ছেন। আর এই ৩- ৫ দিন কার্ড টাকে আপনি ট্র্যাক করতে পারবেন যে এখন এটা কোথায় আছে। এটা একটা নিশিচত উপায়।

তাই একটা ধৈর্য ধরে আরও কিছু কাজ করে টাকা টা জমান, তারপর আপ্লাই করুন।
------------------------------------------------------------------------------
(Updated info: ইল্যান্স এখন অন্য মার্কেট প্লেস থেকে পাওয়া পেওনার কার্ড সার্পোট করে, অ্যাড করার জন্য একই নিয়ম। ইল্যান্সের Withdraw পেজ থেকে Sign up Now বাটনে ক্লিক করে পেওনা্রের ওয়েব সাইটে এসে ওডেস্কের মত একই নিয়মে অ্যাড করা যায়।)

ওডেস্ক (www.odesk.com) থেকে অর্থ প্রাপ্তি অনেক সহজ কাজ কারণ এখানে কয়েকটি পদ্ধতি রয়েছে টাকা পাওয়ার। তার একটি হলো পেওনিয়ার। বাংলাদেশে অথবা সেসব দেশে যেখানে পেপেল সুবিধা নেই সেখানে অনলাইনের টাকা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড।

(প্রসঙ্গত বলে রাখা ভালো – ফ্রিল্যান্সারদের বহু আরাধ্য অনলাইন অর্থ ব্যবস্থা পেপাল আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে কাজ শুরু করবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মুহিত এবং, কোন মাদ্ধম ছাড়া সরাসরি আপনার ব্যাংক একাউন্ট এ টাকা আনার ব্যাবস্থা ও চালু হয়েছে (ওয়্যার ট্রান্সফার)

বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট (মার্কেট প্লেস) থেকেও টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার্ড


এই পদ্ধতিতে আপনি টাকা খুবই দ্রুত পৃথিবীর যেকোন স্থান থেকে ATM এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। উত্তোলনের পাশাপাশি কেনাকাটাও করতে পারবেন (অনলাইনে এবং আশে পাশের দোকার/মারকেট থেকে। এমনকি এর মাধ্যমে বিদেশে অবস্থিত আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধব তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড থেকে আপনাকে টাকা পাঠাতে পারবে।

(চয়েস ব্যাংক (USA) এই কার্ড টা ইস্যু করে, আর লাইসেন্স দেয় MasterCard International Incorporated.)
পেওনার সাইট থেকে সরাসরি এই কার্ডের জন্য আবেদন করা যায় না। এটি পেতে হলে ফ্রিল্যান্সিং যে কোন একটি সাইট (রেন্ট-এ-কোডার, গেট-এ-ফ্রিল্যান্সার বা ওডেস্ক)-এ আপনার একটি একাউন্ট থাকতে হবে।

পেওনিয়ার প্রিপেড ডেবিট কার্ড কি?
এটি অন্য সব ক্রেডিট কার্ডের মতই, এটি একটি বাস্তব কার্ড (ভার্চুয়াল নয়), এটি অন্য সকল প্লাস্টিক কার্ডের মতই কাজ করে, এটি একটি প্রিপেড বা ডেবিট কার্ড আর এরজন্যে আপনার কোন ব্যাংক একাউন্টও থাকা প্রয়োজন নয়। এটি আপনার অডেস্ক প্রোফাইলের সাথে সংযুক্ত থাকে আর আপনি আপনার অডেস্ক ইনকাম ডেবিট কার্ডে নিয়ে আসতে পারেন।


দেখুন ভিডিও ঃhttps://www.facebook.com/photo.php?v=10150971827588543 (New)

আমার করা পেওনিয়ার নিয়ে একটি ভিডিওঃ https://www.youtube.com/watch?v=zkPEOHWINm4


কিভাবে ওডেস্ক পেওনিয়ার মাস্টারকার্ডের জন্যে আবেদন করবেন?
ওডেস্কে গিয়ে পেমেন্ট মেথড্‌-এ প্রবেশ করে “ওডেস্ক ডেবিট কার্ড পাওয়ারড্‌ বাই পেওনিয়ার”-এর জন্যে সাইন-আপ করেন। আপনার বিবরণ দিন, ফর্মটি ভালোভাবে পূরণ করেন আর এরপর আপনি একটি সিকিউরিটি ডকুমেন্ট দাখিল করবেণ। (National ID/Passport or Driving L.) এখানের দ্বিতীয় এড্রেসটি বা ঠিকানাটি হচ্ছে আপনার সেই ঠিকানা যেখানে পেওনিয়ার তাদের মাস্টারকার্ডটি আপনার নিকট পাঠাবে। আপনি এ ঠিকানাটি ব্যবহার করতে পারেন বিল পরিশোধ ঠিকানা হিসেবে অথবা শিপিং ঠিকানা হিসেবেও। ফর্মের তৃতীয় ভাগে, আপনার পাসওয়ার্ড নাম্বার/ড্রাইভিং লাইন্সেস নাম্বার/জাতীয় পরিচয়পত্রের নাম্বার(ভোটার আইডি যদি থাকে) জানতে চাওয়া হবে।

এপলিকেশন বা আবেদনটি দাখিল করার পর, পেওনিয়ার আপনার বিবরণ যাচাই করে দেখবে আর আপনি যদি ওডেস্ক প্রিপেড মাস্টারকার্ড পাওয়ারড্‌ বাই পেওনিয়ার পাওয়ার যোগ্য হন তবে তারা কার্ড পাঠাতে রাজি হবে।
একবার আপনার আবেদন সম্মতি পেয়ে গেলেই তারা সাধারণ ডাক মাধ্যমে আপনার কার্ডটি আপনার নিকট পাঠিয়ে দিবে।

সাধারনর ওরা রাজি হয়, যখন দেখবে আপনার ওডেস্ক একাঊন্ট এ কিছু টাকা আছে।

প্রশ্নঃ আমি কি অডেস্ক ডেবিট মাস্টার কার্ডের জন্যে আয় রোজগার বা চাকরী পাওয়ার আগে আবেদন করতে পারবো ?
উত্তরঃ অবশ্যই আপনি আবেদন করতে পারেন, কিন্তু আমার মনে হয় না যে পেওনিয়ার এই আবেদনটি গ্রহণ করবে। কারণ, আপনাকে কার্ড দেওয়ার জন্যে তারা একটাই লাভ পায় সেটা হলো আপনার কাছ থেকে পাওয়া মাসিক চার্জ। যদি কোন আয় রোজগারই নেই, তবে মাস্টারকার্ড নেওয়াটাও অহেতুক।

প্রশ্নঃ আমি কি বাংলাদেশ থেকে অডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড-এর জন্যে আবেদন করে কার্ড পেয়ে যাবো?
উত্তরঃ হ্যাঁ। আপনি পেয়ে যাবেন আর বাংলাদেশে ইতোমধ্যে হাজার হাজার ফ্রি-লেন্সার বা অস্থায়ী কর্মী অডেস্কে কাজ করছে। একটি হিসেব অনুযায়ী এ পরজন্ত ৭২০০০০ ঘন্টা কাজ হয়েছে বাংলাদেশ থেকে যা অডেস্ক এর কাজের ১২%।

প্রশ্নঃ বাংলাদেশে অডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড পেতে কত সময় লাগতে পারে ?
উত্তরঃ অডেস্ক ডেবিট কার্ডটি আপনার ঠিকানায় সাধারণ ডাক দ্বারা পাঠানো হবে(কোন বানিজ্যিক ডাক। যেমনঃ ফেডেক্স কিংবা ইউপিএস-এ নয়) আর এতে আপনার ঠিকানায় কার্ডটি পৌছাতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লেগে যেতে পারে। (অনেক সময় কার্ড আসে না ডাক বিভাগের কারনে)
আরো দ্রুত আনতে পাড়েন ডিইচ এল এর মাদ্ধমে - ৩-৫ দিন লাগবে। এতে গ্যারান্টি আছে। তাই ডিএইচ এল ই ভালো।

প্রশ্নঃ অডেস্ক ডেবিট কার্ড পাওয়ারড্‌ বাই পেওনিয়ার-এর মাসিক চার্জ আর উত্তোলন চার্জ কত?
উত্তরঃ ATM থেকে নুন্যতম উত্তোলন চার্জ হবে ২ ডলার। আপনার ডেবিট কার্ডের মাসিক চার্জ ৩ ডলার। তবে তিনের অধিক উত্তোলন হলে ১ ডলার মাসিক।

প্রশ্নঃ “অডেস্ক ডেবিট কার্ড পাওয়ারড্‌ বাই পেওনিয়ার” ব্যবহার করে টাকা উঠানোর জন্যা আমি কোথায় এটিএম কেন্দ্র খুঁজে পাবো?
উত্তরঃ আপনি যেকোন এটিএম কেন্দ্র বা বুথ্‌ থেকে অডেস্ক ডেবিট কার্ড ব্যবহার করে টাকা উঠাতে পারেন। এই কার্ডটি অধিকাংশ এটিএম বুথ-এ কার্যকর যেমনঃ-ডাচ্-বাংলা ডিবিবিএ্‌ল, প্রাইম ব্যাংক,স্টেন্ডারড চাটারড ব্যাংক, ব্রেক বেঙ্ক-এর এটিএম বুথ। অর্থাৎ যেখানে মাস্টার কার্ড এর লোগো আছে , সেখানেই উত্তোলন করতে পারবেন। (ব্রেক এ ইদানিং শুনেছি কিছু কিছু যায়গায় সমস্যা হচ্ছে।)

প্রশ্নঃ আমি কি এই কার্ডটি দিয়ে অনলাইনে ক্রয়ের অথবা খরচের কাজে ব্যবহার করতে পারবো?
উত্তরঃ হ্যা। আপনি এই কার্ডটি দিয়ে অনলাইনে ক্রয় অথবা খরচে ব্যবহার করতে পারবেন। বাড়তি কোন ফি দিতে হবে না।

প্রশ্নঃ আমি কি এই কার্ডটি দিয়ে আমার দেশের দোকান গুলোতে ক্রয়ের কাজে ব্যবহার করতে পারবো?
উত্তরঃ হ্যা। আপনি এই কার্ডটি দিয়ে যেকোনো দোকান (যেখানে মাস্টার কার্ড এর লোগো আছে) ক্রয় এর কাজে ব্যবহার করতে পারবে। বাড়তি কোন ফি দিতে হবে না। কেনার পর একটা রিসিট পাবেন। মিলিয়ে দেখুন আপনার কেনাকাটার টাকার অঙ্ক ঠিক আছে কিনা। অতপর সিগ্নেচার করে দিয়ে দিন। অনুরুপ একটা রিসিট আপনার সংরক্ষণ এর জন্ন আপনাকে দেয়া হবে।

প্রশ্নঃ অডেস্কের ডেবিট মাস্টারকার্ডের চার্জটি কি খুব বেশি নয়?
উত্তরঃ যদি আপনি সপ্তাহে মোটামুটি আয় করে থাকেন, তবে এই খরচটি আপনাকে ভাবাতে পারবে না। অন্তত, এতো ভালো সুযোগ-সুবিধা আপনি খুব নুন্যতম মুল্যে পাচ্ছেন।

প্রশ্নঃ আমি এপ্লাই করেছি কিন্তু কারড পাচ্ছি না কেন?
উত্তরঃ রেগুলার মেইল এ কার্ড আসার সময় হলো ২৫ দিন।সবোচ্চ ৩৫ দিন। সাধারনত আরো আগেই আসে। এর খরচ নেই। ফ্রী। আর খুব দ্রুত কারড আনতে চাইলে ডি এইচ এল এর মাদ্ধমে আনা জাবে।৩ থেকে ৫ দিন লাগবে। খরচ ৬০ ডলার। পারসেল টাকে ট্রেক করা যাবে।

কারড আনার জন্য কত টাকা থাকতে হবে একাউন্ট এ?
২০ ডলার এর মতো। (কিছু কম বা বেশি) অনেক সময় কার্ড এ টাকা না থাকলেও ওরা কার্ড পাঠিয়ে দেয়। এটা নির্ভর করে।

প্রস্নঃ আমি ক্লায়েন্ট হিসেবে পেমেন্ট মেথড ভেরিফাই করতে চাই পেওনিয়ার কার্ড দিয়ে। পারবো?
উত্তরঃ ওডেস্ক থেকে বলা হয়, এ সম্ভব নয়। (Debit card, prepaid cards, and virtual cards are not accepted as client payment method.) কিন্তু আসলে সম্ভব :D

প্রশ্নঃ আমি কিভাবে কার্ড কেন্সেল করবো?
উত্তরঃ আরে ভাই কেন্সেল করবেন কোন দুঃখে? জাই হোক, সরাসরি customer support এ মেইল করুন। আপনার কার্ড এর শেষ ৪ ডিজিট এবং নাম (যা কার্ড এ দেয়া আছে) দিয়ে। ওরা কেন্সেল করবে। বাকি টাকা এ টি এম থেকে তুলে নিতে পারবেন।

আমি কি অন্য Credit card দিয়ে আমার পেওনিয়ার কার্ড লোড করতে পারবো?
হ্যাঁ। পারবেন। যেকোনো Visa@Master card দিয়ে।

কার্ড না ব্যাবহার করলে কি হবে?
কার্ড এ যদি কোন টাকা না থাকে, কোন চার্জ প্রযোজ্য হবে না। Inactive হয়ে থাকবে।লেনদেন করলে Active হয়ে যাবে। দীর্ঘদিন লেনদেন না করলে block হয়ে যাবে এবং আপনাকে কাস্টমার সাপোর্ট এ কথা বলতে হবে।

কার্ড যদি হারিয়ে/চুরি হয়ে যায়?
সাথে সাথে call করুন ওদের কে। 1-646-224-6993 (২৪/৭ দিন খোলা)

কার্ড পাওয়ার আর কি শর্ত আছে?
আপনার বয়স ১৮ হতে হবে। (ব্যাঙ্ক একাউন্ট না থাকলেও পেতে পারেন)।
এবং কোন একটি partner site (Market Place - odesk, elance etc) থেকে অ্যাপ্লাই করতে হবে।

আমি কি অন্নান্য ফ্রিলেঞ্চ মার্কেট প্লেস গুলোতে (elance, freelancer etc) ওডেস্ক পেওনিয়ার কার্ড ব্যাবহার করে টাকা উত্তোলন করতে পারবো?
হ্যাঁ। পারবেন।
লগইন করুন
পেওনিয়ার কে পেমেন্ট মেথড হিসেবে সিলেক্ট করুন।
রেজিস্ট্রেশন পেজ এ ক্লিক করুন ঃ Already applied for a Payoneer account? (ক্লিক করুন - এটা দেখতে পাবেন, ডান দিকে উপরে।)
কার্ড নং এবং বেক্তিগত তথ্য ভেরিফাই করুন।
একটি কথা। আপনি শুধুমাত্র ইলেন্স এ করতে পারবেন না। তবে অচিরেই এই সুবিধা দেয়া হবে।

বিঃ দঃ
ইল্যান্স এখন অন্য মার্কেট প্লেস থেকে পাওয়া পেওনার কার্ড সার্পোট করে, অ্যাড করার জন্য একই নিয়ম। ইল্যান্সের Withdraw পেজ থেকে Sign up Now বাটনে ক্লিক করে পেওনা্রের ওয়েব সাইটে এসে ওডেস্কের মত একই নিয়মে অ্যাড করা যায়।

কার্ড কখন ইনেক্টিভ বা ব্লক হয়?
আপনি কিছুদিন বেব হার না করলে কার্ড টি ইনেক্টিভ হয়ে থাকবে। লেনদেন করলেই আবার একটিভ হয়ে যাবে। তবে ৬ মাস ব্যাবহার না করলে কার্ড টি ব্লক বা সাসপেন্ড হবে। তবে তার আগে পেওনিয়ার থেকে ওয়ার্নিং লেটার পাঠানো হবে আপনাকে।

এ টি এম গুলো কোথায় পাবো?
বলেন কি? রাস্তার মোড়ে মোড়ে এখন এ টি এম পাওয়া যায় :)

এখানে দেখুন - http://www.mastercard.com/us/personal/en/cardholderservices/atmlocations/index.html

ডলার এর রেট কত করে বাংলাদেশে?

এখানে চেক করে দেখুন - http://usd.fxexchangerate.com/bdt/

----------------------------------------------------------
আমি আমার কার্ড কিভাবে লোড করতে পারি?
২ টি উপায় আছে।
১) ক্রেডিট কার্ড দিয়ে ২) ডিরেক্ট ডেপোজিট

ক্রেডিট কার্ড দিয়ে ঃ
My Account.
Enter >Username and Password
>"Load Money" সিলেক্ট করুন "Tools" menu থেকে
e-mail address বা card number দিন
>"Continue"> "Credit Card" ট্যাব
যা জানতে চায় দিন আর বলুন কিভাবে আপনি লোড করতে চান।
>"continue".Confirm করুন> "Save Changes" এ ক্লিক করে।
কনফারমেশন এমেইল পাবেন।২ দিনএর ভেতর লোড হয়ে যাবে।

ডিরেক্ট ডেপোজিট -Direct Deposit (ACH):
U.S. bank accounts থেকে শুধু করা যাবে আর ফি লাগবে।
৫/৭ দিনএর ভেতর লোড হয়ে যাবে।
(বাকি সবকিছুই উপরোক্ত নিয়মে)
* Fees may apply. Refer to your cardholder agreement for more information.
---------------------------------------------------------------------------------
আমি আরেকটি পেওনিয়ার কার্ড এ কিভাবে টাকা পাঠাতে পারি?
www.payoneer.com এ যান। > My account
user name / password দিন।
> "Tools" menu সিলেক্ট করুন >"Transfer to another card"
সিকিউরিটি ডিটাইলস দিন।
লোড করার জন্য কার্ড সিলেক্ট করুন। (ইমেইল বা কার্ড নাম্বার)
টাকার এমাউন্ট দিন।
কারন উল্লেখ করুন।
কনফারমেশন ইমেইল পাবেন।
২ ঘন্টার ভেতর টাকা ট্রান্সফার হবে।
(Please note the limits for the service:
Daily limit: $1000
Monthly limit: $5000
Maximum number of transfers per month: 5)

কার্ড এক্টিভেত করার নিয়ম
তো আপনি কার্ড পেয়ে গেছেন।

কার্ড চিঠি তে লাগানো থাকে। খুলে নিন। এক্টিভেট করার জন্য PIN কিন্তু চিঠিতে নেই। যা করবেন তা হলো -
WWW.PAYONEER.COM এ যান।
এক্টিভেট ইউর কার্ড (Activate your card)- বাটন টিতে ক্লিক করুন
ইউজার নেম আর পাসওয়ার্ড দিন।
৪ ডিজিট এর নতুন পিন তৈরি করুন। ক্লিক করুন "সাবমিট"
পেওনিয়ার থেকে মেসেজ পাবেন
আপনার কার্ড এক্টিভেট হয়ে গেছে।

কিভাবে পিন বদলানো যাবে?
ক্লিক করুন - MY account
Tools Menu থেকে সিলেক্ট করুন change PIN
যা জিজ্ঞাসা করবে জানান আর নতুন পিন দিন। submit করুন।
www.payoneer.com

কার্ড এর খরচ কেমন? (বিস্তারিত)

প্রথমবার (ইমিডিয়েট লোড সহ) :
ওডেস্ক থেকে উত্তোলন (কার্ড এ টাকা ট্রান্সফার)-২ ডলার
তাৎক্ষনিক লোড - ২.৫ ডলার
কার্ড এক্টিভেশন - ৯.৯৫ ডলার
এটিএম থেকে উইথড্র - ২.১৫ ডলার (প্রতি বার)
সর্বমোট - ১৬.৬০ ডলার (তাৎক্ষনিক লোড ছাড়া ১৪.১০ ডলার )

পরের বার :
ওডেস্ক থেকে উত্তোলন -২ ডলার
তাৎক্ষনিক লোড - ২.৫ ডলার
এটিএম থেকে উত্তোলন - ২.১৫ ডলার
সর্বমোট - ৬.৬৫ ডলার (তাৎক্ষনিক লোড ছাড়া ৪.১৫ ডলার / ওডেস্ক থেকে উত্তোলন ফি ও তাৎক্ষনিক লোড ছাড়া ২.১৫ ডলার
(ধরুন সারা মাস কাজ করে আপনি ওডেস্ক থেকে এক বার লোড দিলেন। গেলো ২ ডলার। এখন সব টাকা কার্ড এ চলে এলো। আর ওডেস্ক এ কোন টাকা দিতে হবে না। এখন আপনার খরচ বলতে ATM থেকে উত্তোলন ফি। প্রতিবার।তাই বারে বারে লোড না দিয়ে এক সাথে টাকা তোলা টা ভালো। অবশ্য কিছু বেশি টাকা হলে ফি টা একদম ই গায়ে লাগে না)

এছাড়া :
$১২.৯৫ - Card replacement (কার্ড হারিয়ে গেলে নতুন কার্ড আনা)
$0.৯০ – এটিএম বেলেন্স চেক। (কত টাকা আছে দেখা)
$0.৯০ – এটিএম বেলেন্স ডিক্লাইন।(কার্ডে যা টাকা আছে তার চে বেশি উত্তোলন করতে গেলে)
টাকা না থাকলে উইথড্র দিতে জাবেন না। এটিএম কার্ড গিলে ফেলতে পারে।
(সব চার্জ কাটা হবে তা নয়। যেমন যদি balance check করেন তবে balance check এর জন্য যা চার্জ তা কাটা হবে।)

কার্ড এর লিমিট
কার্ড এর লিমিট হচ্ছে ১০,০০০ ডলার। প্রতিদিন লিমিট হলো ৫০০০ ডলার।
প্রতি উত্তোলনে সরবচ্চ তোলা যাবে ২৫০০ ডলার। আর সরবচ্চ ২৫০০ ডলার এর কেনাকাটা করা যাবে। মোট ৫০০০ ডলার। অর্থাৎ নগদ নিয়ে পারবেন ২৫০০ ডলার, কার্ড দিয়ে কেনাকাটা করতে পারবেন ২৫০০ ডলার (অনলাইন বা সাধারন দোকান গুলো থেকে)

জেনে রাখুন--
প্রতি উত্তোলন এ- ব্যাংক অনুযায়ী লিমিট। যেমন Brac Bank এ লিমিট হলো ২০০০০ হাজার টাকা। Prime Bank এ লিমিট হল ১০০০০ হাজার টাকা। SCB এ ৫০০০০ হাজার টাকা।
এর মানে হলো - ধরুন আপনি ৬০০০০ টাকা তুলবেন। ব্রাক হলে ৩ বার উইথড়্র দিতে হবে। SCB হলে ২ বার।

জেনে রাখুন :

১) ওডেস্ক থেকে টাকা মাস্টার কার্ড এ লোড ২ ভাবে করতে পারেন।
ক) সাধারন লোড - ফ্রী (২ দিন লাগবে)
খ) তাৎক্ষনিক লোড - ২.৫ ডলার - ৫ মিনিট লাগবে লোড হতে। (কেউ বলে ৩০ মিনিট , কেউ বলে ২ ঘণ্টা ইত্যাদি। কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।)
(বলে রাখা ভালো ওখানে আর একটি option আছে যাতে বলা আছে আগামিতে যত লোড করবেন - তা সব তাৎক্ষনিক লোড হিসেবে করতে চান কিনা? Box এ ক্লিক করলে সামনের সব লোড automatic তাৎক্ষনিক লোড হয়ে যাবে।)

(২) অডেস্ক পেওনিয়ার ডেবিট মাস্টারকার্ড সম্পর্কে বাংলাদেশে অনেক গুজব রয়েছে। এডিয়ে চলুন।

(৩) ধরুন প্রথম বার লোড দিলেন ৫০ ডলার। একাউন্ট এ দেখাবে ৪৮ ডলার। কারন একটিভেশন ফি এখন ও কাটে নি। কাটার পর থাকবে ৩৬.৫৫
----------------------------------------------------------------------
__লক্ষ করুন__

সব মিলিয়ে মিনিমাম খরচ :
ধরুন আপনি ১০০ ডলার উত্তোলন করতে চান।

ওডেস্ক থেকে ত্রান্সফার - ২ ডলার
২.৫ ডলার- উত্তোলন (এ টি এম)
এটিএম চার্জ -১ ডলার (এটা নির্ভর করে Bank এর ওপর। আরও কম বা বেশি হতে পারে )
বি. দঃ ইমিডিয়েট লোড দিলে যাবে ২.৫ ডলার।

তাই পরামর্শ হল : মাসে এক/দুই বার উত্তোলন করা। উত্তোলন করে আপনার local Bank এ জমা করে ধিরে ধিরে তুলুন।

বি:দ: ১০০ ডলার এর ৩% কাটা হবে শুধু মাত্র যখন আপনি ডলার আপনার দেশের কারেন্সি তে কনভার্ট করে তুলবেন। এই ৩% কাটে master card. (ওডেস্ক বা পেওনিয়ার না)


উত্তোলন করার আগে ওডেস্ক এ যা জমা হয়েছে - তা কার্ড এ নিয়ে আসুন ২ ডলার ওডেস্ক এ দিয়ে। উত্তোলন করার ২ দিন আগে transfer করলে ইমিডিয়েট লোড ২ ডলার - তা লাগবে না। (Normally ২ দিন লাগে) যা আগেও বলা হয়েছে।

কোন কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। আশা করি উত্তর পেতে দেরি হবে না।
------------------------------------------------------------------------

আরেকটি ব্যাপার :

বিদেশ থেকে (ওডেস্ক এর) টাকা আনার জন্য ৫ টি মাদ্ধমের 3 টি শুধু আপনি ব্যাবহার করতে পারেন বাংলাদেশ থেকে। (আর ওডেস্ক এর বাহিরে হলে পেপাল এর মত আছে অল্টার পে। যা এখন জন প্রিয়তা পাচ্ছে। ব্যাংক এশিয়ার সাথে ওদের সম্পৃক্ততা আছে।)

১। payoneer
2। Moneybooker (Skrill)
3। Wire Transfer

(আর paypal (www.paypal.com) বাংলাদেশে নেই তাই পারবেন না। এটা দিয়ে সবচে কম খরচে আনা যায়। তবে পেপাল না থাকলেও করা যায়)

তো payoneer ছাড়া আর option আপনার কাছে আছে - Money booker ও wire Transfer
কিন্তু এতে খরচ payoneer এর মতো সমান বা কিছু কম কিন্তু ঝামেলা বেশি এবং সময় ও বেশি লাগে। এবং মাঝে মাঝে টাকা আসে না।

এবার চলুন দেখা যাক মানিবুকার ব্যাবহার যারা করেছে, তাদের কেমন এক্স পেরিএন্স হয়েছে।

Moneybooker নিয়ে Experience post: (1)
"বরই দুঃখজনক !! ব্র্যাক ব্যাংককে অনেক ভালো ভাবতাম। মানিবুকার্স দিয়া উইড্র দিলে পরেরদিন বিকালে আইসা পরত!! কিন্তু ওয়্যার ট্রান্সফার এর লোভনীয় অফার এ ৬.৫ ডলার বাচাইতে যাইয়া নাও ভুগতাসি :( গত সপ্তাহে উইড্র দিসি বুধবার এখনো আসলো না। প্রতিদিন কল দিয়া ব্যালেন্স যখন শুনি অটোমেটিক ভয়েস এর মহিল কয় আপনার একাউন্ট এ আছে চারশত পিপ পিপ ছাব্বিশ দশমিক পিপ পিপ তের পয়সা পিপ পিপ:( মনে হয় হেরে মুবাইল এ ডুইক্কা গলা টিপ্পা ধরি!! :( "

Post এর commetn:
1) "আমি উইথড্র দিসি ২৫ তারিখ...আজকে ০৭ তারিখ...এখনো কোন খবর নাই...আমার একই প্রব্লেম...ব্র্যাক এ কল করতে করতে টাকা শেষ...ওডেস্ক হেল্পলাইন এও দুই দিন যোগাযোগ করসি...১০ দিন এর পর কি আশলেই ব্যাক আসবে? আসলে আমি আরও কিছু দিয়ে ডাচ এ তুলতে চাচ্ছি...কি করব বলেন তো...নাকি কি ডাচ এও একই প্রব্লেম করবে???"
2) "ভাই.......ঠিকই কইছেন.......মাগার ওরাও বুঝে যে কাষ্টমারের ধৈর্য্য ফুরালে গলা টিইপ্পা মারবো..তাইতো রোবট দিয়া কথা কওয়ায়.......গলা টিপারও চান্স নাই...."

-------এছাড়া কার্ড এবং পিন খুব ই সতর্কতার সাথে রাখুন। ----------

সুবিধাঃ

১) সারা প্রিথিবির প্রায় সব এটিএম এবং দোকান এ গ্রহন যজ্ঞ
২) পেওনিয়ার মাস্টার কার্ড আছে ইউ এস ডলার এ। কনভারট করা যায় নিজের দেশের currency তে।
৩) খুব দ্রত উত্তোলন - টাকা আসভে ৫ মিনিট লাগে।
৪) নিরাপদ - খুব ই নিরাপদ, পেপাল এর মত।
৫) শিপিং - ঘরের দরজায় কার্ড দিয়ে যায় বিনামুল্যা।
৬) লোডিং - ইমেইল বা কার্ড নাম্বার দিয়ে ইজি লোড।
৭) অন্ন পেওনিয়ার কার্ড থেকে টাকা transfer করা জায়।
8) অন্নান্য Freelance Market place গুলোতে ব্যাবহার করা যাবে।

----------------------------------------------------------------------------------------------------------------------
Payoneer rox! সহজতম, সাশ্রয়ীতম, নিরাপদতম, দ্রুততম এক সাথে পাওয়ার কথা না। তবে পাচ্ছেন।

সহজতম: এর চে সহজ আর কি হতে পারে। টাকা ২ ক্লিক দিয়ে কার্ড এ আনলেন, আর বাড়ির পাশে এ টি এম থেকে উইথড়্র মারলেন। আর টাকা আনতে শময় লাগে মাত্র ৫ মিনিট।
নিরাপদতমঃ প্রায় ই শোনা যায় ব্যাংক এর টাকা আনা নিয়ে প্রব হচ্চে। কিন্তু ডি এইচ এল দিয়ে আনান। ১০০ ভাগ নিরাপদ। এবং টাকা লোড দেয়া মাত্র ই এসে পড়ে। কোন মিস নাই।
দ্রুততম ঃ সহজতম দেখুন :D
সাশ্রয়ীতমঃ ব্যাংক এ একবারের বেশি উইথড্র তো আপনি দিচ্ছেন না। ৫ ডলার ২ বার কেন খরচ করতে কে চায়। কিন্তু পেওনিয়ার এ উইথড্র ২.৫ ডলার। ( ইমিডিয়েট লোড দিলে টোটাল ৫ ডলার।) তাই আপনি বেশি উইথড্র দিতে পারছেন। আর মাসে একবার টাকা এনে কি চলা শম্ভব? দরকারে কি করবেন? তাই পেওনিয়ার সাশ্রয়ীতম। আর মাসিক ফি ১-৩ ডলার।

আর বিদেশ থেকে প্রোডাক্ট কিভাবে কিনবেন, মানে অনলাইনে কেনা কাটা? লোকাল দোকান/মার্কেট থেকে কার্ড দিয়ে শপিং কিভাবে করবেন? আপনি ক্লায়েন্ট হলে কন্ট্রাক্টর কি কিভাবে পে করবেন? এসব এর উত্তর ও পেওনিয়ার মাস্টার কার্ড।

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

+ comments + 8 comments

October 22, 2016 at 8:13 AM

vi plz call me 01782689213

November 29, 2016 at 10:46 PM

আপনি www.mastercards.co এর কার্ড দিয়ে কেনাকাটা করতে পারবেন অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস, গুগল প্লে স্টোর, অ্যাপল স্টোর, গো ড্যাডি সহ যেকোনো ওয়েবসাইট থেকে যেখানে মাস্টারকার্ড এ লেনদেন গ্রহণযোগ্য। এমিরেটস, এয়ারএশিয়া, নভোএয়ার থেকে ফ্লাইটের টিকেট কেনা যায়, অনলাইনে যেকোনো আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করা যায়; যেকোনো বিদেশী কলেজ বা ইউনিভারসিটিতে ভর্তির ফিস জমা দেয়া যায়; জিআরই, জিম্যাট, টোফেল, স্যাট ইত্যাদি পরিক্ষার ফিস; ভিসা ও ইমিগ্রেশন প্রসেসিং এর ফিস জমা দেয়া যায়।

January 5, 2017 at 9:52 AM

আমি পেওনার মাস্টার কার্ড এর জন্য একাউন্ট করেছি এবং কার্ড এক্টিভ হয়েছে কিন্তু আমি বোঝতে পারছি না যে আমার কার্ডটা কি পাঠানো হয়েছে? কিংবা না পাঠিয়ে থাকলে কবে পাঠানো হবে ।

আমি এখন কি করতে পারি দয়া করে বলবেন প্লিজ!!!!

January 5, 2017 at 9:56 AM

আমার কার্ড কি নির্দিষ্ট পোষ্ট অফিসে পৌছে গেলে ওরা আমায় ফোন করবে?

November 13, 2018 at 8:00 PM

Thanks for taking the time and writing this post Well explained.. The simplest language you use when writing articles is appreciated.The information you give will prove to be of great value to me,I hope that. Thanks for sharing this amazing information

April 4, 2019 at 11:09 AM

আমার কারড এর টাকা লোড করতে কোন নাম্বার গোলা দেব

October 4, 2019 at 4:13 AM

পেওনিয়ার মাস্টার কার্ড এর এক ডলার সমান বাংলাদেশর কত টাকাই পরিনত হয় এটা জানতে চায়...?

Post a Comment

Put your comment here.


দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology