http://shoppingkori.com

আপনার প্রিয়জনকে জিমেইলের সাহায্যে এসএমএস পাঠান

এখন থেকে জিমেইলের মাধ্যমেও আপনি আপনার বন্ধুদের এসএমএস পাঠাতে পারবেন ।

এজন্য আপনার সেই বন্ধুকে আপনার কনটাক্ট লিস্টে থাকতে হবে । যদি না থাকে তবে তাকে আজই যোগ করে নিন । আর যদি আগেও থেকে থাকে তবে তার মোবাইল নাম্বারটা অবশ্যই উল্লেখ বা এন্ট্রি করা থাকতে হবে আপনার কন্টাক্ট লিস্টে ।


ধরি তিনি আপনার কন্টাক্ট লিস্টে আছেন । তাই এবার ডান পাশের নিচে "Chat and SMS" লিখা স্থানের নিচের বঙ্ঘুর নাম লিখে সার্স দিন দেখবেন চলে আসবে ।

 আর বাম পাশের নিচে একটা ছোট উইনডো আসবে চ্যাটের জন্য । ওখানে আপনার বার্তা লিখে ইন্টার দিন ম্যাসেজ চলে যাবে । যদি আগে থেকেই চ্যাটিং উইন্ডো ওপেন থাকে তবে অপশন  (Options )থেকে " Send SMS" সিলেক্ট করে নিন ।


তবে আপনি এখানে প্রথমে ৫০ পয়েন্ট পাবেন । একটা ম্যাসেজ পাঠালে এক পয়েন্ট কমে যাবে । আবার একটা ফেরৎ ম্যাসেসে ৫ পয়েন্ট করে আপনি পাবেন । তবে তা সর্বোচ্চ ৫০ পর্যন্ত । এভাবে যদি আজ আপনার ৫০ পয়েন্ট শেষ হয়ে যায় তবে আপনাকে আগামী ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে । তবে আপনি যদি প্রয়জোন মনে করেন তবে কিছু ক্রেডিট কিনতেও পারবেন গুগল মামার কাছ থেকে ।

এখন আসি বিলের কথায়ঃ
আপনি যে এসএমএস পাঠালেন তার জন্য গুগল আপনার কাছ থেকে কোন বিল বা টাকা কাটবে না । তবে যাকে এসএমএস পাঠাবেন তিনি যদি আপনাকে রিপ্লেই দেন তবে তার জন্য অপারেটরের ধার্য করা বিল কেটে নিবে ঐ মোবাইল অপারেটর কম্পানি ।

কিভাবে এসএমএস রিপ্লেই দিবেন

আপনাকে যদি কোন ফ্রেন্ড জিমেইল থেকে এসএমএস পাঠায় তবে আপনি আপনার মোবাইল থেকেও তাকে রিপ্লেই দিতে পারবেন ।
এজন্য আপনাকে আপনার মোবাইলের ঐ ম্যাসেজ পাঠানো নাম্বারে রিপ্লেই দিলেই হবে । ওটা অটোমেটিক্যালি আপনার ফ্রেন্ডের ইমেইলে চলে যাবে আর তা নরমালী চ্যাটিং হিস্ট্রিতে জমা হবে ।

কাউকে ব্লক করবেন কিভাবে

আমাদের একটা সমস্যা আছে ফাও পেলে ইচ্ছা মত ব্যাবহার করি । তাই এখানে অপরিচিত জনের পাঠান বিরক্তিকর মানুষকেও আপনি ব্লক করে দিতে পারবেন । এজন্য যে নাম্বার থেকে ম্যাসেজ টা এসেছে তাতে 'BLOCK' লিখে রিপ্লাই দিন । তাতেই সেই অপরিচিত জন ব্লক হয়ে যাবে । আর ব্লক করা মানুষকে আনব্লক করতে ঐ নাম্বারেই 'UNBLOCK' লিখে ম্যাসেজ দিন আনব্লক হয়ে যাবে ।


কোন কোন দেশের কোন কোন মোবাইল অপারেটরে এই ম্যাসেজ পাঠাতে পারবেন তার লিস্ট
  • Afghanistan
    Afghan Wireless Communication Company
    Etisalat
  • Algeria
    Nedjma
  • Angola
    Unitel
  • Bahrain
    Viva
    Zain
  • Bangladesh
    Citycell
  • Cameroon
    MTN
    Orange
  • Congo, Democratic Republic
    Vodacom
  • Côte d'Ivoire
    Orange
  • Egypt
    Mobinil
  • Ghana
    Airtel
    Tigo

  • Guam
    iConnect Buddy
  • Guinea
    Orange
  • Indonesia
    Axis
    Indosat
    Telkomsel
    Tri
  • Iraq
    Zain
  • Israel
    orange
    Pelephone
  • Jordan
    Umniah
    Zain
  • Kazakhstan
    Kcell
  • Kenya
    Airtel
    orange
    Safaricom
    Yu

  • Kuwait
    Viva
    Wataniya
    Zain

  • Kyrgystan
    Megacom
  • Liberia
    Cellcom
  • Malawi
    Airtel
    TNM
  • Maldives
    Dhiraagu
    Wataniya
  • Mozambique
    Vodacom
  • Nigeria
    Glo
    Starcomms

  • Palestinian Territories
    Jawwal
    Wataniya Mobile
  • Philippines
    Globe
    SMART
    Sun Cellular
  • Saudi Arabia
    Mobily
    STC
    Zain
  • Senegal
    orange
    Tigo
  • Sierra Leone
    Comium
  • Sri Lanka
    Dialog
    Etisalat
    Mobitel
  • Tanzania
    Vodacom
    Tigo
  • Thailand
    dtac
    True Move
  • Tunisia
    Tunisiana
  • Uganda
    Orange
    MTN
    Uganda Telecom
  • United States
    All operators
  • Uzbekistan
    Ucell
  • Vietnam
    VinaPhone
  • Zambia
    Airtel
    MTN
    Zamtel

Post Comment

Share this article :

আমি কার্জন কামাল।পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার।২০০৯ সালে আমি ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত হই।ওয়েব ডিভেলপমেন্ট এবং এসইও নিয়ে কাজ করি প্রায় ৩ বছর। বর্তমানে আমি একজন উদ্যোক্তা। Add as a friend to Facebook। প্রয়োজনে কথা বলুনঃ+8801971626224 এই নাম্বারে।।

 

Post a Comment

Put your comment here.


দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology